Platform Ticket Price Hike | Indian Railway: প্ল্যাটফর্ম টিকিট এখন আকাশছোঁয়া, দাম বাড়ল ৩ গুণ

2021-03-06 9

করোনা প্রকোপের কারণে ভিড় ও জমায়েত রুখতে একধাক্কায় প্ল্যাটফর্ম টিকিটের (Platform Ticket) দাম বাড়ালো রেল মন্ত্রক (Rail Ministry)। ১০ টাকা থেকে প্ল্যাটফর্ম টিকিটের দাম বেড়ে হল ৩০ টাকা। কোথাও কোথাও তা হতে পারে ৫০ টাকা পর্যন্তও। কিছু কিছু স্বল্প দূরত্বের প্যাসেঞ্জার ট্রেনের ভাড়াও অনেকটা বাড়ছে। কিছু কিছু রুটে ভাড়া বাড়ছে ৩ থেকে ৫ গুণ। এতদিন যে দূরত্বে যাতায়াতের জন্য ১০ টাকার টিকিট কাটতে হত, এখন সেই টিকিটের দাম বেড়ে হতে পারে ৩০ টাকা পর্যন্ত, বলে বিবৃতি দিয়েছে ভারতীয় রেল। তবে রেলের তরফে জানানো হয়েছে, ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত অস্থায়ী। করোনা কালে স্টেশনে বা ট্রেনে যাতে অনাবশ্যক ভিড় না হয়, এবং খুব প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ যাতে ট্রেনে না চড়েন তাই এই সিদ্ধান্ত নেওয়া। শুধুমাত্র রেলস্টেশনগুলিতে ভিড় নিয়ন্ত্রণের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অযথা জমায়েত করে ভিড় বাড়লে করোনার ঝুঁকি আরও বাড়তে পারে, বলে জানায় রেল।1